বিসিএসের খাতা দেখার সুযোগ পাবেন সহকারী অধ্যাপকরা 

পরীক্ষার্থী
পরীক্ষার্থী  © ফাইল ছবি

এতদিন বিসিএসের খাতা কেবল সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকরা মূল্যায়নের সুযোগ পেতেন। তবে সেই ধারা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন থেকে সহকারী অধ্যাপকদের দিয়ে বিসিএসের খাতা মূল্যায়নের বিষয়ে চিন্তাভাবনা কর হচ্ছে। 

গতকাল রবিবার পিএসসি’র বিশেষ সভায় খাতা মূল্যায়নের ক্ষেত্রে সহকারী অধ্যাপকদের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাংবিধানিক সংস্থাটি। তবে কোন বিসিএস থেকে এটি কার্যকর হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিসিএসের খাতা সহকারী অধ্যাপকদের মাধ্যমে মূল্যায়নের বিষয়ে ভাবা হচ্ছে। কিছু শর্ত জুড়ে দিয়ে এটি বাস্তবায়ন করা হতে পারে।

আরও পড়ুন: ৪৪তম বিসিএস: ৯ হাজারের বেশি খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাচ্ছে

পিএসসি’র একটি নির্ভরযোগ্য সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, কেবলমাত্র সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকদের দিয়ে খাতা মূল্যায়নের কারণে নানা সমস্যায় পড়তে হয়। অনেক সময় বিষয়ভিত্তিক সহযোগী অধ্যাপক পাওয়া দুষ্কর হয়ে পড়ে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিসিএসের খাতা সহকারী অধ্যাপকদের মাধ্যমে মূল্যায়নের বিষয়ে ভাবা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সহকারী অধ্যাপকদের মাধ্যমে বিসিএসের খাতা মূল্যায়নের বিষয়টি অনেকটাই চূড়ান্ত। সহকারী অধ্যাপক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্নদের দ্বারা খাতা মূল্যায়ন করা হবে।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘শিক্ষা ক্যাডারে নতুন যারা আসছে তারা ভালো করছেন। পুরোনো যারা ভালো করছেন তাদের রেখে দেওয়া হচ্ছে। তবে যারা খাতা দেখায় নানা ভুল করছেন তাদের বাদ দিয়ে সহকারী অধ্যাপকদের বিসিএসের খাতা মূল্যায়নের সুযোগ দেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ