৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন তৈরি শেষ, চলছে মডারেশন

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজ শেষ হয়েছে। প্রশ্নপত্র মডারেশনের কাজ চলছে। আগামী ২৭ নভেম্বর থেকে আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, ৪৫তম বিসিএসের আব্যশিক বিষয়ের জন্য ৬ সেট করে প্রশ্ন তৈরি করা হয়েছে। এই প্রশ্নে কোনো সংযোজন কিংবা বিয়োজন করার প্রয়োজন হলে মডারেটররা সেটি করবেন। যে প্রশ্নপত্রের মডারেশন শেষ হবে সেগুলো প্রিন্টের জন্য ছাপাখানায় পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ৪১তম বিসিএসে নন-ক্যাডারের পদ কত—জানাল পিএসসি

নাম প্রকাশ না করার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবারও বিজি প্রেসের মাধ্যমে প্রশ্নপত্র ছাপানো হবে। সেট কোড এখনো নির্ধারিত হয়নি। আগামীকাল বুধবার থেকেই প্রশ্নপত্র ছাপানোর কাজ শুরুর কথা রয়েছে।

গত ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী আবেদন করলেও অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। 

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।


সর্বশেষ সংবাদ