আমাজনে চাকরি পেলেন আইইউটির সাবেক ছাত্র হায়দার

  © সংগৃহীত

বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনে যোগদান করেছেন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সাবেক ছাত্র ড. বাহলুল হায়দার। সম্প্রতি আইইউটির ওয়েবসাইটে একথা জানানো হয়েছে।

১৯৯৯ সালে আইইউটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি হন বাহলুল। ২০০৩ সালে সেখান থেকে গ্রাজুয়েশন নেওয়ার পর জাপানের ইউনিভার্সিটি অব টোকিও থেকে ২০০৮ সালে মাস্টার্স করেন এবং ২০১২ সালে কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষ করেন।

শিক্ষা ও গবেষণা জীবন শেষে ২০১৩ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটে যোগ দেন ড. বাহলুল। ছয় বছর মাইক্রোসফটে কাজ করার পর গত বছরের মে মাসে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তিনি অ্যামাজনে যোগ দেন।

আইইউটির ওয়েবসাইটে বলা হয়, সিএসই৯৯ ব্যাচের ড. বাহলুল হায়দার ছাড়াও বর্তমানে অ্যামাজনে পূর্ণকালীন আরো দুজন চাকরিরত রয়েছেন। দুজন হলেন আইইউটি সিএসই ০৫ ব্যাচের ড. সিকদার হক এবং আইইউটি সিএসই ১২ ব্যাচের মো. ফারহান বাসার।

এদের পাশাপাশি আইইউটি সিএসই ১২ ব্যাচের এম সাইফুল বারী অ্যামাজন ইউএসএতে রিসার্চ ইন্টার্নশিপ করছেন। এছাড়াও এমসিই ০৩ ব্যাচের মো. সৈয়দ নাবিল হাসনাইন অ্যামাজন টরন্টোতে ডব্লিউএইচএস স্পেশালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।


সর্বশেষ সংবাদ