ত্রাণ সামগ্রী বিতরণ © টিডিসি ফটো
সম্প্রতি বন্যায় দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি উপজেলাসহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সিলেট। তাদের সহায়তা করতে পাশে দাড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব।
শনিবার (২ জুলাই) নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ২৫ জন সদস্যের একটি দল সিলেটের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার রাজপুর গ্রামে ৫০০টি পরিবারের মাধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরিকল্পনাটিতে সহযোগিতা করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক এবং সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুন: রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ, থানায় জিডি।
ক্লাবটির বর্তমান সভাপতি আহমেদ তাহমিদ জামান বলেন, "কেনো ভাবেই এই বন্যা বন্ধ করা সম্ভব নয়, প্রতিবছরই আমাদের এই দুর্যোগের সাথে সামনাসামনি এক যুদ্ধ করতে হয়। আর এই সময়ে যেটা সবথেকে বেশি প্রয়োজন তা হলো, মনোবল না হারিয়ে আমাদের যার যা আছে, যা একটু বেশি আছে তা বিতরণ করে এই দুর্যোগের কবলে পড়া মানুষের পাশে এসে দাঁড়ানো।"