আইআইইউসি নিয়ে নদভী প্যালেসে শিক্ষা উপমন্ত্রীর মতবিনিময়

আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বাসভবনে মতবিনিময় সভা হয়
আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বাসভবনে মতবিনিময় সভা হয়  © টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে চান্দগাঁও রূপালী আবাসিক এলাকায় আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বাসভবনে সম্প্রতি এক ঘরোয়া মতবিনিময় সভা হয়েছে।

রোববার মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আইআইইউসির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মছরুরুল মওলা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রকৌশলী ড. রশিদ আহমদ চৌধুরী, বিওটি সদস্য অধ্যাপক ড. কাজী দ্বীন মুহাম্মদ, ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, ফাইন্যান্স অ্যাডভাইজার ইমরান আবু হাসান, ট্রান্সপোর্ট ও সিকিউরিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. মাহী উদ্দিন, ফাইন্যান্স ডাইরেক্টর আফজাল আহমদ।

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আইআইইউসিকে দিনদিন আরও উন্নতির দিকে এগিয়ে নিতে হবে। বিশাল অবকাঠামোসহ নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি অন্য যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পৃথক বৈশিষ্ট্যমণ্ডিত। নতুন করে সাজানো গেলে আইআইইউসিকে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সময়ের ব্যাপার। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্ভব সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধু সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে, ইতিহাস বিকৃতি করে কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে বিপথগামী করেছে বছরের পর বছর। আইআইইউসির শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে মুজিব কর্নার স্থাপন এবং 'বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ইসলাম এন্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগ'র মতো গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার  উদ্যোগ গ্রহন করায় বর্তমান বোর্ড ট্রাস্টিজের চেয়াম্যানসহ ট্রাস্টির সব সদস্যদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence