নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন ট্রেজারার অধ্যাপক রাশেদুল হাসান

বিশ্ববিদ্যালয়ের লোগো ও অধ্যাপক ড. এবিএম রাশেদুল হাসান
বিশ্ববিদ্যালয়ের লোগো ও অধ্যাপক ড. এবিএম রাশেদুল হাসান  © ফাইল ছবি

নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন ট্রেজারার হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এবিএম রাশেদুল হাসান। তিনি বর্তমানে চাপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব শামীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ৫ মে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৩ (১) ধারা অনুযায়ী চাপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম রাশেদুল হাসানকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রেজারার পদে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এবিএম রাশেদুল হাসান ১৯৬৪ সালে ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। দি সিটি ব্যাংক লি. এ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করে তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের এমবিএ প্রথম ব্যাচে খন্ডকালীন শিক্ষক ছিলেন। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্দান বিশ্বিবিদ্যালয়ের ট্রেজারার হিসেবে কাজ করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ ইনস্টিটিউশনে গেস্ট ফ্যাকাল্টি ও ট্রেইনার হিসেবে শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।

শিক্ষা ও প্রশাসনে অবদানের জন্য তিনি ‘শেরে বাংলা জাতীয় পুরস্কার-২০১০’ এ ভূষিত হন। তিনি মাদার তেরেসা এওয়ার্ড-২০১০ পান। তিনি বিভিন্ন সময় অস্ট্রেলিয়া, মালয়েমিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence