নর্থ সাউথ শিক্ষার্থী সাইদুর হত্যা মামলার রায় আজ

সাইদুর রহমান পায়েল
সাইদুর রহমান পায়েল  © সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আজ রবিবার (১ নভেম্বর) দুপুরে আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন।

গত ৪ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলেন ড্রাইভার মো. জামাল হোসেন, সুপাভাইজার মো. জনি ও হেলপার ফয়সাল হোসেন জামিনে ছিলেন। পূর্বে আসামিরা জামিনে ছিলেন তাদের জামিন বাতিল করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী সাইদুর চট্টগ্রামের হালিশহরের গোলাম মাওলার ছেলে। ২০১৮ সালের ২১ জুলাই রাতে হানিফ পরিবহনের (নম্বর ৯৬৮৭) বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন। ভোরে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকা থেকে নিখোঁজ হন তিনি। গত ২৩ জুলাই সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার ভাটেরচর সেতুর নিচে খালে পাওয়া যায় তার মরদেহ।

ওই ঘটনায় তার মামা গোলাম সোহরাওয়ার্দী বিপ্লব তিনজনকে আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা করেন। পরে হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার জনিকে ঢাকার মতিঝিল এবং আরামবাগ থেকে চালক জামাল হোসেন ও হেলপার ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।

২৬ জুলাই চালক জামাল হোসেন মুন্সীগঞ্জের একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, চালক জবানবন্দিতে জানিয়েছেন, বাসের অটো দরজার সঙ্গে ধাক্কা লেগে সাইদুর রাস্তায় পড়ে যায়। এতে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকলে মারা গেছে ভেবে তাকে পাশের ভাটেরচর সেতু থেকে নিচের খালে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে তারা ঢাকায় চলে আসেন।

ওই ঘটনায় মামলা হলে বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় মামলাটি।


সর্বশেষ সংবাদ