বিইউএফটিতে অনুষ্ঠিত হলো ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪০ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৯ PM
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে ২৮ ও ২৯ এপ্রিল আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।
প্রতিযোগিতায় অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম) বিভাগ। টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য এএমটি বিভাগের শাহরিয়ার দীপুকে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত করা হয়।
টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিক, বোর্ড সদস্য মোহাম্মদ নাছির, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
সকল বিভাগের জন্য উন্মুক্ত ও বিনা রেজিস্ট্রেশন ফিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট বিইউএফটির সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার অঙ্গীকারকে তুলে ধরে। বিইউএফটি কর্তৃপক্ষ তরুণ প্রতিভা গঠনে সহযোগিতার জন্য ক্লেমন স্পোর্টস-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।