তুরস্কের পালানদোকেন ফোরামে এনএসইউ উপাচার্যের অংশগ্রহণ

তুরস্কের পালানদোকেন ফোরাম
তুরস্কের পালানদোকেন ফোরাম  © সংগৃহীত

তুরস্কের এরজুরুমে অনুষ্ঠিত পালানদোকেন অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) এই ফোরামে ‘পরিবর্তনের যুগে দারিদ্র্য ব্যবস্থাপনা ও হ্রাস’ শীর্ষক একটি ভাষণ দেন তিনি। 

ফোরামে ‘পরিবর্তনশীল যুগে সৃষ্ট বৈষম্য: একটি টেকসই ভবিষ্যতের জন্য বৈশ্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় কৌশল’ সেশনে সভাপতিত্ব করেন হাবারতুর্ক টিভির সিনিয়র উপস্থাপক আয়শে সুভেরকার। আলোচনায় অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তুরস্ক প্রতিনিধি তাসনিম আতাত্রাহ, সৌদি আরবের শিক্ষাবিদ ফায়ক আল আকায়লা, ব্ল্যাক সি ইকোনমিক কো-অপারেশন (BSEC) সংস্থার প্রথম উপ-মহাসচিব মেরভে সাফা কাভাকচি এবং তুরস্কে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ডিপু লেটসাতসি-ডুবা।

ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ এবং তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।  

মূল বক্তব্যে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী দ্রুত অর্থনৈতিক পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে বেড়ে চলা বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গুরুত্ব এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। গ্রামীণ ব্যাংকের সফলতা উল্লেখ করে বলেন, কীভাবে মাইক্রোফাইন্যান্স উদ্যোগগুলো বিশেষ করে নারীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে, যেখানে জামানত ছাড়াই ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী করা সম্ভব হয়েছে।

প্রকৃত উদাহরণ হিসেবে তিনি রংপুরের রহিমার গল্প তুলে ধরেন, যিনি একটি ছোট হাঁস-মুরগির খামার থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা বিস্তারের অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

তবে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী সতর্ক করেন, প্রযুক্তিগত উন্নয়ন সত্ত্বেও বিশ্বে এখনও গভীর বৈষম্য রয়ে গেছে। তিনি উল্লেখ করেন, বিশ্বজুড়ে এখনো ১.৭ বিলিয়ন মানুষ ব্যাংকিং সেবার বাইরে এবং কোটি কোটি মানুষ পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত, যা ডিজিটাল বৈষম্যকে আরও বাড়িয়ে তুলেছে। প্রযুক্তি, বাণিজ্যনীতি এবং আর্থিক ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে বিশ্বব্যাপী জরুরি সহযোগিতার প্রয়োজন। 

বক্তব্যের শেষাংশে তিনি নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি উদ্ধৃতি দিয়ে বলেন: “দরিদ্র মানুষ দারিদ্র্য তৈরি করে না। আমাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও ব্যবস্থাগুলোই এটি তৈরি করে।” 

এর আগে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ম্যাকাউ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সিংহুয়া ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত “কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় নেতৃত্ব” শীর্ষক এক প্রেসিডেন্টস রাউন্ডটেবিল আলোচনায়ও অংশ নেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence