ইউএপিতে- ক্রাউন মাইক্রো গ্লোবাল প্রেজেন্টস “টেকট্রন-২০২৫” উদ্ভাবন ও প্রকৌশল উৎকর্ষতার জাতীয় উৎসব অনুষ্ঠিত

প্রযুক্তি উৎসব
প্রযুক্তি উৎসব  © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ আয়োজিত দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি উৎসব “টেকট্রন-২০২৫” আজ শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই আয়োজনটি যৌথভাবে পরিচালনা করে ইইই প্রজেক্ট ক্লাব এবং আইইইই ইউএপি স্টুডেন্ট ব্রাঞ্চ।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইউএপি প্লাজায়, সকাল ৯টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান এ.এইচ.এম. জাদিদুল করিম, ইউএপি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএপি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, টেকট্রন-২০২৫ একটি দৃষ্টান্তমূলক আয়োজন, যা শিক্ষার্থীদের শুধু একাডেমিক দক্ষতা নয়, বরং বাস্তব জীবনে উদ্ভাবনের মাধ্যমে সমাজে অবদান রাখার অনুপ্রেরণা জোগাবে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমে মানবিক চ্যালেঞ্জের সমাধান বের করে আনুক।

তিনি আরও বলেন, এই জাতীয় উৎসবগুলো একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে। ইউএপি সবসময় এমন উদ্যোগকে উৎসাহ দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ইউএপি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল বলেন, বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে হলে আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং বাস্তবমুখী জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। ‘টেকট্রন’ সেই দক্ষতাগুলো প্রকাশের এক চমৎকার প্ল্যাটফর্ম।

ইইই বিভাগের প্রধান এ.এইচ.এম. জাদিদুল করিম বলেন, টেকট্রন-২০২৫ আয়োজনটি ইইই প্রজেক্ট ক্লাব ও আইইইই ইউএপি স্টুডেন্ট ব্রাঞ্চের যৌথ প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে দেশের ৩৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী, রোবোটিকস চ্যালেঞ্জ, পোস্টার প্রেজেন্টেশনসহ নানা প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় অংশ নেয়।

টেকট্রন-২০২৫-এ দেশের ৩৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, রোবোটিকস চ্যালেঞ্জ, অনলাইন গেমিংসহ নানা প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতা। এই ইভেন্ট তরুণ প্রকৌশলীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিকে বিকাশের এক চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

আয়োজকরা জানান, টেকট্রন-২০২৫ শুধুমাত্র শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টাকে তুলে ধরবে না, বরং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং বাংলাদেশের প্রযুক্তি খাতে একটি ইতিবাচক বার্তা দেবে।
দিনব্যাপি এই আয়োজনের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি); ড. মো. শামীউল ফাহাদ, ইন্টেল কর্পোরেশন, ওরেগন, ইউএসএ; এবং ইউএপি ইইই-এর প্রাক্তন শিক্ষার্থী ও ক্রাউন মাইক্রো গ্লোবাল বাংলাদেশ লিমিটেড-এর কান্ট্রি ম্যানেজার ফাহিম মাহমুদ।

ক্রাউন মাইক্রো গ্লোবাল বাংলাদেশ লিমিটেড, যারা একটি শীর্ষস্থানীয় সৌরশক্তি-নির্ভর সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান-যেখানে উন্নত সৌর প্রযুক্তি ব্যবহার করে টেকসই জ্বালানি সমাধান নিশ্চিত করা হয়, টেকট্রন ২০২৫-এর গর্বিত টাইটেল স্পনসর হিসেবে বিশেষ অবদান রেখেছে।

অনুষ্ঠানে ইউএপি-এর বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence