পারভেজ হত্যার মূল অভিযুক্তদের আরেক আসামি গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:০০ PM

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার ৩য় আসামি মাহাথিরকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের একটি বাসা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন। তিনি বলেন, পারভেজ হত্যার ৩য় আসামি মাহাথিরকে চট্টগ্রামের একটি বাসা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে আমাদের বিশেষ টিম কাজ করছে।
এর আগে, পারভেজ হত্যার মূল অভিযুক্ত মেহরাজকে গাইবান্ধা থেকে যৌথ অভিযানে আটক করে র্যাব-১ এবং র্যাব-১৩। এছাড়াও রাজধানী ও তিতাস থেকে গ্রেপ্তার করা হয় ৪ জনকে। গ্রেফতারকৃতরা হলেন– আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯), আল আমিন সানি (১৯) ও হৃদয় মিয়াজীকে (২৩)।
উল্লেখ্য, শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দু’ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দু’পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।