বান্ধবীকে নিয়ে ‘হাসাহাসি’, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০৪ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০৪ PM

রাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ (নবাব পারভেজ)। ময়মনসিংহের জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে তিনি। পারভেজ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিহত শিক্ষার্থী জাহিদুল পারভেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে সিঙ্গারা খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রী প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে আসেন। এ সময় ওই ছাত্রীদের নিয়ে হাসাহাসির জের ধরে এ ঘটনা ঘটে।’
ওসি আরও জানান, ‘বিষয়টি নিয়ে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে জেরা শুরু করেন। এক পর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জাহিদের বুকে ‘স্টেপ’-এর চিহ্ন রয়েছে। বর্তমানে তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।’
কুর্মিটোলা হাসপাতালে উপস্থিত পুলিশ কর্মকর্তা এসআই মওদুদ দ্য ডেইলি ক্যাম্পাস বলেন, ‘প্রাথমিকভাবে দুটি বিশ্ববিদ্যালয় (স্কলার্স ও প্রাইমএশিয়া) শিক্ষার্থীদের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। আমরা তদন্ত শুরু করছি। দ্রুতই পুরো ঘটনা উদঘাটন করতে পারব।’ নিহত জাহিদুল ইসলামের বুকে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে বলেও জানান তিনি।
এদিকে এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই দাবি করেন, ঘটনার সঙ্গে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত। বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে নিহত জাহিদুলসহ কয়েকজনের কথাকাটি হয়। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা কয়েকজনকে ছুরিকাঘাত করে। এতে জাহিদুল মারা যান। তবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।