স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৮৩তম ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৮৩তম ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠান
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৮৩তম ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠান  © সৌজন্যে প্রাপ্ত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানটি করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। 

জাতীয় সংগীতের মাধ্যমের অনুষ্ঠানের শুরুর পর পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক গ্রন্থ থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়মা আরজু। এরপর বিভিন্ন অনুষদ থেকে পাঁচজন নবীন শিক্ষার্থী তাদের অনুভূতি শেয়ার করে। 

প্রধান অতিথির বক্তব্যে ফাতিনাজ ফিরোজ বলেন, শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের টেকসই পরিবর্তনের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হবে। একই সাথে বাংলাদেশের উন্নয়ন, উদ্ভাবন ও আবিষ্কারেও যথাযথ ভূমিকা নিতে হবে। 

উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ দক্ষতা অর্জন করা। যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে। 

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য ড. ফারহানাজ ফিরোজ, প্রফেসর ইমিরিটাস অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক কাজী আবদুল মান্নান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বি সি বসাক ও ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য ও রেজিস্ট্রার আবদুল মতিন। 

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দ্বিতীয়াংশে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিনেত্রী স্বাগতা ও নাট্য নিমার্তা শহীদ উন-নবী


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence