ইউআইইউর বিওটি সদস্য নাসিরুদ্দিন মারা গেছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM

ইউনাইটেড গ্রুপের পরিচালক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্য নাসিরুদ্দিন আক্তার রশিদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে ইউনাইটেড গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নাসিরুদ্দিন আক্তারের জানাজা আগামীকাল রবিবার সকাল ৯টায় ইউনাইটেড গ্রুপের প্রধান কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। এরপর জামালপুরের মেলান্দহে মরদেহ দাফন করা হবে।