প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইনটেলিজেন্স’ বিষয়ক কর্মশালা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৫:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটির যৌথ উদ্যোগে এইচআর প্রফেশনালদের জন্য ‘ইমোশনাল ইনটেলিজেন্স’ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। গত শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যক্তিগত, সামাজিক কিংবা পেশাগত জীবনে সফলতার জন্য কেবল ভালো আইকিউ থাকাই যথেষ্ট নয়। আইকিউ এর পাশাপাশি ইমোশনাল ইনটেলিজেন্স (ইকিউ) এ দক্ষতা থাকা বিশেষভাবে প্রয়োজন।
বর্তমান জটিল কর্পোরেট লাইফে টিম ওয়ার্ক থেকে শুরু করে লিডারশিপ পর্যন্ত সকল স্তরেই আবেগিক দক্ষতা থাকার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতের এইচআর লিডারদের আবেগিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও এফএমসিজি এইচআর সোসাইটি যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ইমোশনাল ইনটেলিজেন্স ফর এইচআর প্রফেশনালস ।
এই কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কর্পোরেট সেক্টরের জনপ্রিয় ট্রেইনার রুশদিনা খান।
এই কর্মশালায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন, চেয়ারম্যান, হেড অব এডমিশন, হেড অব স্টুডেন্ট এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিস, অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানির এইচআর প্রফেশনাল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।