ইউআইইউয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে এবং বুয়েটের ইন্টারন্যাশনাল ট্রেইনিং নেটওয়ার্কের (আইটিএন-বুয়েট) সহযোগীতায় “বাংলাদেশে এসডিজি ৬ স্যানিটেশন লক্ষ্যে পৌঁছানোর অগ্রগতি ত্বরান্বিত করন এবং বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. আফজাল আহমেদ এবং মূল বক্তব্য উপস্থাপন করেন ইউআইইউর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মুজিবুর রহমান। গোলটেবিল আলোচনায় দেশবরেণ্য শিক্ষাবিদ এবং WASH সেক্টর এক্সপার্টরা অংশগ্রহণ করেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, কোষাধ্যক্ষ জনাব মো: আব্দুল মোকাদ্দেম এবং আইটিএন-বুয়েটের পরিচালক প্রফেসর ড. তানভীর আহমেদ।
এছাড়াও উক্ত গোল টেবিল আলোচনায় অংশ নেন ডিপিএইচই, পিকেএসএফ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, জাইকা, ভার্ক, জিডব্লিউএসসি-এআইটি, এসকেএস ফাউন্ডেশন, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, সিডব্লিউআইএস-এফএসএম সাপোর্ট সেল ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পলিসি সাপোর্ট ব্রাঞ্চের প্রতিনিধিবৃন্দ।
গোলটেবিল আলোচনায় বক্তারা দেশের স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব, প্রতিবন্ধতকা, ব্যবহার এবং এর সঠিক বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বক্তারা, এসজিডি ৬ স্যানিটেশন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর বিভিন্ন ভূমিকার বিষয় তুলে ধরেন।
ইউআইইউ উপাচার্য (ভারপ্রাপ্ত) তার বক্তৃতায় বলেন আমাদের এসজিডি৬ স্যানিটেশন লক্ষ্যে পৌঁছাতে সরকার, একাডেমিয়া এবং WASH সেক্টরকে যৌথভাবে কাজ করতে হবে। এছাড়াও তিনি, এ লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গবেষক, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং দেশ-বিদেশের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।