মানারাত ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অতিথিরা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অতিথিরা  © টিডিসি ফটো

জাতীয় শোক দিবস ২০২৩ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা পুরস্কার ও দোয়া ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৩ টায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্ম’ শীর্ষক এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. সাদেকা হালিম। বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্ট ও বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন। 

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্কুল অব আর্টস এন্ড হিউম্যানিটিসের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক্সের ডিন সহযোগী অধ্যাপক মাহবুব আলম ও স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। এতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন, প্রচেষ্টা ও বাস্তবতা : একটি মূল্যায়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহযোগী অধ্যাপক ও কো’অর্ডিনেটর ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদ। 

এতে অন্যদের মাঝে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরী ও আইন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আজহারুল ইসলাম। 

এছাড়াও অনুষ্ঠানে ছিলেন স্কুল অব আর্টস এন্ড হিউম্যানিটিজের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আহমাদ মাহবুব-উল-আলম, ইইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক এ. কে.এম. আকতারুজ্জামান উপস্থিত ছিলেন।

একই সময় সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শারমিন জামান, কন্ট্রোলার অব এক্সামিনেশন এবং অ্যাডমিশন ও পাবলিক রিলেশন্সের ভারপ্রাপ্ত পরিচালক এ. এইচ. এম. আবু সাঈদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রফিকুজ্জামান, ছাত্র বিষয়ক বিভাগের অতিরিক্ত পরিচালক আবদুল মতিনসহ  বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence