শিক্ষার্থীদের ব্যবসায় শিক্ষার পাঠ জরুরি: ইডিইউ উপাচার্য

ইডিইউ'র আয়োজিত ‘ইকোনব্রিয়াম ১.০’ অনুষ্ঠান
ইডিইউ'র আয়োজিত ‘ইকোনব্রিয়াম ১.০’ অনুষ্ঠান  © টিডিসি ফটো

বর্তমান যুগে অর্থনীতি অনেক বেশি বিশ্লেষণাত্মক ও জটিল। ফলে, শিক্ষার্থীদের যুগোপযোগী করে তুলতে গাণিতিক, ব্যবসায় শিক্ষার পাঠ জরুরি বলে মন্তব্য করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য ও দেশবরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অর্ধযুগপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত‘ইকোনব্রিয়াম ১.০’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: অর্থনৈতিক সংকট ‍উত্তরণে সর্বোত্তম উপায় কৃষি, ভূমিকা রাখবে আউটসোর্সিংও

উপাচার্য বলেন,  আজকের বিশ্বের দিকে তাকালেই অর্থনীতির গুরুত্ব উপলব্ধি করা যাবে। ইডিইউর অর্থনীতি বিভাগ তাত্ত্বিক পড়ালেখার পাশাপাশি বিশ্লেষণাত্মক ও গাণিতিক বিষয়েও সমান গুরুত্ব দিচ্ছে।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ অন্যান্য বিশ্ববিদ্যালগুলোর তুলনায় নানা দিক থেকেই ব্যতিক্রম। চট্টগ্রামের প্রথমবারের মতো অর্থনীতিতে ব্যাচেলর অব সায়েন্স বা বিএসসি ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়। অন্যান্য ডিগ্রিগুলোর তুলনায় আরো আধুনিক ও প্রায়োগিক করে তোলার মাধ্যমে সাজানো হয়েছে ইডিইউর বিএসসি ইন ইকোনমিক্স প্রোগ্রামকে। 

বিভাগের অর্ধযুগপূর্তি উৎসবে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল ডিসকাশন, কুইজোনোমিক্স শিরোনামে অর্থনীতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, নেক্সাস শিরোনামে শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন, ফুড ইকনোমি শীর্ষক শিক্ষার্থীদের স্টল ও ইকোনশো শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: ঢাবির বড় পর্দায় বহিরাগতদের খেলা দেখায় নিষেধাজ্ঞা

অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের অর্ধযুগপূর্তিতে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, গত ছয় বছর ধরে ইডিইউর অগ্রযাত্রার অন্যতম অংশীদার আমাদের অর্থনীতি বিভাগ। অর্থনীতির মতো বিষয়কে তথাকথিত তাত্ত্বিক পাঠক্রম থেকে মুক্তি দিয়ে প্রায়োগিক ও ইন্ডাস্ট্রির চাহিদা অনুসারে ক্যারিয়ারমুখী করে তুলেছে ইডিইউ। 

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অনন্যা নন্দীর সভাপতিত্বে প্যানেল ডিসকাশনে অতিথি বক্তা ছিলেন ইডিইউর স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মুহাম্মদ রকিবুল কবির ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence