ব্র্যাক ইউনিভার্সিটি ও অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে সেমিনার 

ফিউচার অফ প্রফেশন অ্যান্ড আর্ট অফ লার্নিং
ফিউচার অফ প্রফেশন অ্যান্ড আর্ট অফ লার্নিং  © টিডিসি ফটো

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল ও অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত ম্যাককুয়ারি ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে সম্প্রতি ‘ফিউচার অফ প্রফেশন অ্যান্ড আর্ট অফ লার্নিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শিক্ষার্থীদের ভবিষ্যতে চাকরিক্ষেত্রে কগনেটিভ, ডিজিটাল, লিডারশিপ এবং ইন্টারপারসোনাল স্কিলের মতো দক্ষতাসমূহ অর্জনের প্রস্তুতি এবং সেগুলোর উন্নয়নের লক্ষ্যে সেমিনারটি আয়োজন করা হয়।  

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ম্যাককুয়ারি ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ একাউন্টিং অ্যান্ড কর্পোরেট গর্ভন্যান্স প্রফেসর ড. রাহাত মুনির। 

আরও পড়ুন: উপাচার্যের নিয়োগ বাণিজ্য: ৩৫০ শিক্ষার্থীর বিপরীতে ৪২৬ শিক্ষক-কর্মকর্তা

কর্মক্ষেত্রে সফল হতে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং শ্রেণিকক্ষ ও এর বাইরে এসব দক্ষতা অর্জনের উপায় সম্পর্কে বিশদ আলোচনা করেন তিনি। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি শেষ হয় যেখানে প্রফেসর মুনির শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।  

উক্ত সেমিনারের পূর্বে ব্র্যাক ইউনিভার্সিটি ও ম্যাককুয়েরি ইউনিভার্সিটির শিক্ষার্থী ও স্টাফদের উন্নয়নে সহযোগিতার বিষয়ে ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. সাং লি এবং স্কুলের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মুজিবুল হকের সাথে বিশদ আলোচনা করেন প্রফেসর ড. রাহাত মুনির।


সর্বশেষ সংবাদ