১৫০ পরিবারকে সাত দিনের খাদ্যসামগ্রী দিলেন ফারুক হাসান

  © টিডিসি ফটো

করোনা ভাইরাসের কারণে ১৫০ ছিন্নমূল ও অসহায়দের মাঝে এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফারুক হাসান।

বুধবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল ও বালিয়াডাঙ্গী এলাকার অসহায় মানুষদের মাঝে তিনি এই সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, তেল, ছোলা, লবণ ইত্যাদি।

এ বিষয়ে ফারুক হাসান বলেন, পবিত্র মাহে রমজানে অসহায় অন্নহীনদের মাঝে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ঠাকুরগায়ঁওয়ে ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। পবিত্র রমজানে অসহায়দের মাঝে সেহরি অথবা ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে কেউ অংশীদার হতে চাইলে যোগাযোগ করতে বলেন এই ছাত্রনেতা।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজন করোনায় আক্রান্ত বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৮ জন। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে সাত হাজারেরও বেশি মানুষ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence