গণঅভ্যুত্থানে তরুণরা শেখ হাসিনাকে এক ধরনের ‘ডেভিল’ হিসেবে দেখেছে: সাইয়েদ আবদুল্লাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৫ PM
তরুণ অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণরা শেখ হাসিনাকে এক ধরনের ‘ডেভিল’ হিসেবে দেখেছে। তারা গভীরভাবে অনুভব করেছে যে এবার আর শেখ হাসিনাকে মেনে নেওয়া সম্ভব নয়। তার মতে, তরুণদের অর্থনৈতিক মুক্তির অন্যতম পূর্বশর্ত হলো বেকারত্ব থেকে মুক্তি।
শুক্রবার (মে ৯) চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন তারুণ্যের ভাবনা অনুষ্ঠানে ঢাবির সাবেক শিক্ষার্থী ও আ্যক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ এসব কথা বলেন
তিনি আরও বলেন, রাজনীতি হোক বা অন্য কোনো ক্ষেত্র—সব জায়গাতেই তরুণরা আসছে এটা ভালো দিক। সংস্কারের সবচেয়ে বড় প্রয়োজন অর্থনীতির ক্ষেত্রে, যাতে তরুণদের ভবিষ্যৎ নিরাপদ হয়। তরুণদের যেন বেকারত্বে ভুগতে না হয় সে বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে। অর্থনৈতিক মুক্তির অন্যতম শর্ত হলো বেকারত্ব থেকে মুক্তি।
সাইয়েদ আবদুল্লাহ বলেন, ‘এজন্য বাংলাদেশকে বাঁচাতে চাইলে বিকেন্দ্রীকরণ জরুরি—ঢাকার বাইরে বড় বড় অর্থনৈতিক হাব গড়ে তুলতে হবে। বিশেষ করে চট্টগ্রামকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটি পরিবেশগত দিক থেকে একটি মিশ্র অঞ্চল, যেটিকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে নতুন ধারার রাজনৈতিক চেতনা ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলা অত্যন্ত জরুরি যেন দক্ষ মানবসম্পদ তৈরি হয়। নারীদের গার্মেন্টস শিল্পে যুক্ত করার মাধ্যমে অর্থনৈতিকভাবে সক্রিয় করার উদ্যোগটি ছিল জিয়াউর রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান যা এখনো কার্যকরভাবে কাজ করছে।’