দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান

খালেদা জিয়া ও তারেক রহমান
খালেদা জিয়া ও তারেক রহমান  © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর দিনটিতে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে পরিবারের সাথে ঈদ করছেন তিনি। সেখানে তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন জানান, লন্ডনে এটি খালেদা জিয়ার তৃতীয় ঈদ উদযাপন। এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা পালন করেছিলেন। এরও আগে এক-এগারোর পর ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করেছিলেন। এবার দশ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ করছেন তিনি।  

ঈদের দিন পরিবারের সদস্যদের নিয়েই সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান, তিন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ কাটানোয় আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। পরিবারের সদস্যরা তাকে ঘিরে ঈদের সব আয়োজন সাজিয়েছেন।  

কেমন আছেন খালেদা জিয়া—এমন প্রশ্নের জবাবে তার ব্যক্তিগত চিকিৎসক জানান, তিনি আগের তুলনায় ভালো আছেন। চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে পৌঁছানোর পর হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হয়। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। তার চিকিৎসায় যুক্ত আছেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস।  

ঈদের দিনে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানিয়েছেন জাহিদ হোসেন।  

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। ২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কাটিয়েছেন কারাগার ও হাসপাতালে। করোনা মহামারির সময় সরকার তাকে বিশেষ কারামুক্তি দেয়।  

২০১৫ সালে লন্ডনে ঈদের পর নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছিলেন বিএনপি চেয়ারপারসন। সেই অনুষ্ঠানে তার পাশে ছিলেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান।


সর্বশেষ সংবাদ