ডিএমপির নিষেধাজ্ঞার মাঝেই শাহবাগে একদিনে ৩ সমাবেশ, সমালোচনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ২২ মার্চ ২০২৫, ১০:০৯ PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর শাহবাগ এলাকায় তিনটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশগুলোর কারণে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে, ফলে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ইফতারের আগে যাত্রীদের ভোগান্তি বাড়ে। আজ শনিবার (২২ মার্চ) শাহবাগ মোড় ও আশপাশে ওই তিন সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে এর নিবন্ধন বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে। ‘জুলাই মঞ্চ’ ব্যানারে একদল শিক্ষার্থী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করে, যা যান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলে। অন্যদিকে, ‘ছাত্র জনতার সমাবেশ’ ব্যানারে বিক্ষোভকারীদের আরেকটি দল গত বছরের জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শাহবাগে সমাবেশ করে। সারা দেশে ধর্ষণের শিকারদের জন্য ন্যায়বিচারেরও দাবি জানায় তারা।
ডিএমপি গত ১৩ মার্চ শাহবাগ মোড়ে সব ধরনের জনসমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করে, যা এখনো কার্যকর রয়েছে। ডিএমপির নিষেধাজ্ঞা থাকলেও তিনি সংগঠন কীভাবে শাহবাগ মোড়ে সমাবেশ করে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন অনেকেই। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলেন, এটা এখন স্পষ্ট যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার সমর্থিত রাজনৈতিক সংগঠন। যার ফলে অন্য সংগঠনের জন্য শাহবাগে সমাবেশ নিষিদ্ধ থাকলেও এনসিপির জন্য তা কার্যকর নয়।
জানা গেছে, শাহবাগে মোতায়েন করা ৫০-৬০ জন পুলিশ সদস্য আজকের সমাবেশগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেননি। বরং পুলিশ প্রহরায় অনুষ্ঠিত হয়েছে সমাবেশগুলো। যদিও সমাবেশে উপস্থিতি খুব বেশি ছিল না।
ডিএমপি মিডিয়া উইংয়ের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির বলেন, ‘শাহবাগে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে এবং এটি প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ তবে তিনি আজকের বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।