জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী  © সংগৃহীত

জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদকে ভুয়া সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন করে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে।

শনিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি। 

বিবৃতিতে রিজভী জানান,  এই অবৈধ-ভুয়া সংগঠনের সঙ্গে বিএনপি ও  এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনও নেতাকর্মীর  সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ