বিএনপি, জামায়াত ও ক্যান্টনমেন্ট নিয়ে নাসীরের মন্তব্যে দ্বিমত হাসনাত-সারজিসদের

সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ
সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির  মুখ্য  সমন্বয়ক  নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি, জামায়াত ও ক্যান্টনমেন্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। নাসীরুদ্দীনের স্ট্যাটাসের মন্তব্যের ধরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম দ্বিমত জানিয়েছেন। 

শুক্রবার (২১ মার্চ) বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক আইডিতে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন।  

নাসীরুদ্দীন লিখেছেন, ‘গত ৫৩ বছরে জামায়াতে ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়ার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয়। সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয়।’

আরও পড়ুন: ডাকসু গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত, চূড়ান্ত হতে পারে আগামী সপ্তাহে

তিনি আরও লিখেছেন, ‘২৪ এর ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানকে ৫ ই আগস্ট ক্যানটনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েজকৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেবার প্রচেষ্টা চালায়। সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে। কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে। বর্তমানে তারা (ক্যানটনমেন্টের ষড়যন্ত্রকারীরা) দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায়ে ২৪ এর খুনি হাসিনা ও তার দল আওয়ামিলীগ পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে।’

দেশপ্রেমিক ছাত্র নাগরিকদের নিকট আহ্বান তিনি লিখেছেন, ‘আওয়ামী পুনর্বাসনের দেশ বিরোধী চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন। বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান।জামায়াতের বাংলাদেশ পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান। ক্যান্টনমেন্টে এবং সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান।আমরা গণতন্ত্র চাই। রক্তপাত চাই না। আমাদের এই প্রজন্ম দিল্লি এবং আওয়ামীলীগ প্রশ্নে ঐক্যবদ্ধ। আমরা মরে গেলেও, আমাদের অস্তিত্ব এবং গৌরবের প্রশ্নে আপোষহীন। সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিন। ইনকিলাব জিন্দাবাদ।’

নাসীরুদ্দীনের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, ‘আপনার বক্তব্যের এক অংশের সাথে অন্য অংশ কনফ্লিক্ট করে। আর আপনার উদ্দেশ্য যদি এটা হয় যে ঐক্যবদ্ধ ভাবে আমরা আবার বাংলাদেশ বিরোধী শক্তির সাথে লড়াই করব তবে আপনার বক্তব্য ঐক্যবদ্ধ করার চেয়ে ঐক্য বিনষ্ট করতে বেশি সহযোগিতা করবে।’

সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে লিখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও। তিনি লিখেছেন, ‘দ্বিমত জানাই রাখলাম।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence