নিরাপত্তাকর্মীদের মধ্যে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

সাহরি বিতরণ করছেন ইবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা
সাহরি বিতরণ করছেন ইবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা  © টিডিসি

মধ্যরাতে ক্যাম্পাসে কর্মরত নিরাপত্তাকর্মীদের মধ্যে সাহরি বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। আজ বুধবার (১৯ মার্চ) ভোররাতে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় ক্যাম্পাসের আবাসিক হল, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও বিভিন্ন ফটকে দায়িত্বরত প্রায় ৩০ জন নিরাপত্তা কর্মীদের মধ্যে সাহরি প্রদান করে সংগঠনটি।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমী মিথুনের নির্দেশনায় সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রাকিব হাসান সাক্ষর, সাইফুল্লাহ আল মামুন ও শামীমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তায় দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, ‘বিভিন্ন সময়ে আমাদের কাছে বিভিন্ন ছাত্রসংগঠন আসে। এর আগেও ছাত্রদলের এক ভাই আমাদের মধ্যে ইফতারি দিয়েছে। এ ছাড়া সংগঠনগুলো অন্যান্য হেল্প করে আমাদের। তবে এই প্রথম কেউ সাহরি নিয়ে এসেছে আমাদের কাছে। আমার কাছে ভালো লাগছে।’

আরও পড়ুন: যুবকের আপত্তিকর মন্তব্য, স্ক্রিনশট পোস্ট করে যা বললেন ফারিয়া

সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ বলেন, ‘ছাত্রদল সব সময় ইতিবাচক কাজের মাধ্যমে ক্যাম্পাসের প্রতিটি মানুষের কাছে পৌছতে চায়। আমরা চাই ইবি ছাত্রদল সব সময় ভালো কাজের শিরোনাম হোক। কোনো অন্যায় ও খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে আমরা খবরের শিরোনাম হতে চাই না। আমরা এর আগেও শিক্ষার্থীদের নিয়ে গণইফতার কর্মসূচি করেছি। এসব ভালো কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে জাতীয়তাবাদী আদর্শের প্রচার ঘটাতে চাই। আমরা আমাদের কাজের মাধ্যমেই সমাজে নিজেদের এগিয়ে রাখব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence