জাতীয় ঐকমত্যে ৭ দলের মতামত, বিএনপি-জামায়াতসহ ১৬ দল চেয়েছে সময়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৩:২০ PM

সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত দিয়েছেন ৭ টি রাজনৈতিক দল। তবে বিএনপি জামায়াতসহ ১৬টি দল মতামত না দিয়ে সময় চেয়েছে। বাকি ১৪টি দলের সঙ্গে কমিশন আবার যোগাযোগ করবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
ঐকমত্য কমিশন সূত্র জানায়, যে সাতটি দল আজ বিকেল চারটার মধ্যে মতামত জানিয়েছে সেগুলো হলো এলডিপি, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, এনডিএম ও আমজনতার দল। বিএনপিসহ ১৬টি দল মতামত দিতে অতিরিক্ত সময় দেওয়ার জন্য কমিশনের কাছে অনুরোধ করেছে। যে দলগুলো মতামত জানিয়েছে তাদের নিয়ে আগামী মঙ্গলবার (১৮ মার্চ) বা বুধবার (১৯ মার্চ) নাগাদ আলোচনা শুরু করা হতে পারে। দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হবে জাতীয় সংসদ ভবনে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা ফরমে টিক চিহ্ন দিয়ে মতামত দেব না। আমরা বিস্তারিত মতামত দেব এবং যেখানে আমাদের মতামতের সঙ্গে মিল রয়েছে, সেখানে টিক চিহ্ন দেব।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘রমজান মাসে আমাদের ব্যস্ততা অনেক বেশি, অনেক নেতারাও দেশে নেই। আমরা একসঙ্গে বসে মতামত দিতে পারছি না, তাই কমিশনের কাছে সময় চেয়েছি।’ তিনি আরও বলেন, ঈদের পর মতামত দেওয়ার জন্য তাদের পক্ষে উপযুক্ত সময় হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘আমরা জাতীয় ঐকমত্য কমিশনকে মতামত দেওয়ার জন্য সময় বাড়ানোর অনুরোধ করেছি। পূর্ণাঙ্গ মতামত আমরা প্রদান করব, তবে যেসব বিষয়ে একমত হব, সেখানে টিক চিহ্ন দেব।’
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এখন পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির কাজ করছি। রিপোর্ট প্রস্তুত হলে, যুগপৎ আন্দোলনের দল ও জোটের সঙ্গে আলোচনা করা হবে। এরপর স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা রিপোর্ট জমা দেব।’
প্রসঙ্গত, গত ৬ মার্চ পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে ‘স্প্রেড শিট’ পাঠিয়েছিল ঐকমত্য কমিশন।।কমিশনের সুপারিশের ওপর মতামত জানাতে ১৩ মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।