ভাষা, শিক্ষা ও সংস্কৃতির অগ্রদূত প্রিন্সিপাল আবুল কাসেমের জন্মদিন আজ

শিক্ষাবিদ, লেখক ও সমাজসেবক প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কাসেম
শিক্ষাবিদ, লেখক ও সমাজসেবক প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কাসেম  © টিডিসি ফটো

আজ ২৮ জুন, ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, শিক্ষাবিদ, লেখক ও সমাজসেবক প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কাসেমের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করা এই মহান ব্যক্তিত্বের অবদান বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা, উচ্চশিক্ষায় মাতৃভাষার ব্যবহার এবং জাতীয় শিক্ষা ও সংস্কৃতির প্রসারে আজও সগৌরবে উচ্চারিত হয়।

প্রিন্সিপাল আবুল কাসেম ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। ১৯৩৯ সালে প্রবেশিকা পরীক্ষায় তিনটি বিষয়ে লেটারসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। এরপর ১৯৪১ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে আইএসসি পরীক্ষায় মুসলিম ছাত্রদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৪ সালে পদার্থবিদ্যায় স্নাতক এবং ১৯৪৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, যেখানে বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অধীনে তিনি তাঁর থিসিস সম্পন্ন করেন।

১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিয়ে প্রিন্সিপাল কাসেমই প্রথম বাংলায় ক্লাস নেওয়ার সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পেছনে যে বুদ্ধিবৃত্তিক ও সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছিল, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পাকিস্তান সৃষ্টির পরপরই "তমদ্দুন মজলিস" প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা ভাষার পক্ষে যে আন্দোলনের সূচনা হয়, তা-ই পরবর্তীতে জাতীয় আন্দোলনে রূপ নেয়।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের বিষয়ে জরুরি নির্দেশনা

বাংলা ভাষায় উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রিন্সিপাল আবুল কাসেমের দূরদর্শিতা ছিল অনস্বীকার্য। এর ফলস্বরূপ ১৯৬২ সালে তিনি প্রতিষ্ঠা করেন "বাঙলা কলেজ", যা আজও তাঁর আদর্শে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ছিল অনন্য; তিনি প্রায় ১০০টি গ্রন্থ রচনা করেন, যার মধ্যে ৪০টি পদার্থবিদ্যা বিষয়ক পাঠ্যপুস্তক এবং বাকিগুলো শিক্ষা, ইসলাম, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ক।

শুধু শিক্ষাবিদই নন, মোহাম্মদ আবুল কাসেম ছিলেন এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদও। প্রাদেশিক আইন পরিষদের সদস্য থাকাকালীন ১৯৫৬ সালের ৩০ সেপ্টেম্বর তিনি সর্বপ্রথম সরকারি ও শিক্ষার সকল স্তরে বাংলা ভাষা চালু করার প্রস্তাব উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল।

জাতীয় পর্যায়ে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ প্রিন্সিপাল আবুল কাসেম বাংলা একাডেমি পুরস্কার (১৯৮২), একুশে পদক (১৯৮৭), স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর, ১৯৯৩) সহ আরও অনেক সম্মাননা লাভ করেন। ১৯৯১ সালের ১১ মার্চ ঢাকায় এই গুণীজন মৃত্যুবরণ করেন। তাঁর গড়া প্রতিষ্ঠান, রচিত বই এবং আদর্শ আজও শত শত শিক্ষার্থী ও চিন্তাশীল নাগরিকের জীবনে প্রেরণা হয়ে রয়েছে।

এই মহান ব্যক্তির জন্মদিনে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা, অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা। তাঁর স্বপ্ন, দর্শন ও আদর্শ আমাদের জাতীয় উন্নয়নের পথপ্রদর্শক হয়ে থাকুক চিরকাল।


সর্বশেষ সংবাদ