রাষ্ট্রীয় সম্মান ছাড়াই দাফন সম্পন্ন মতিয়া চৌধুরীর

মতিয়া চৌধুরী
মতিয়া চৌধুরী  © ফাইল ফটো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুই দফা জানাজা শেষে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে স্বামী বজলুর রহমানের কবরে শায়িত করা হয় তাকে।

ষাটের দশকের স্বাধিকার আন্দোলনে অগ্রণী ভূমিকা যাকে এনে দিয়েছিল অগ্নিকন্যা খ্যাতি, একাত্তরে দেশের স্বাধীনতার জন্য যিনি রেখেছিলেন ভূমিকা, রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সেই মতিয়া চৌধুরীকে রাষ্ট্রীয় সম্মান ছাড়াই বিদায় নিতে হলো।

প্রথা ও সরকারের নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাকে দাফনের আগে রাষ্ট্রীয় সম্মান জানানোর কথা থাকলেও মতিয়া চৌধুরীর বেলায় তা হয়নি।

গার্ড অব অনার বা রাষ্ট্রীয় সম্মান যারা দেন, সেই পুলিশের কর্মকর্তারা বলছেন, তাদের কাছে প্রশাসনের কোনও নির্দেশনা আসেনি। যাদের আয়োজনে সম্মান জানানো হয়, সেই জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে তাদের কেউ জানায়নি।

মতিয়া চৌধুরীর ভাই মাসুদুল ইসলাম চৌধুরী  বলেন, তার বোন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হলেও ‘গার্ড অব অনার’ দেওয়া যায়নি। প্রথমে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু পরে কেউ আসেনি।


সর্বশেষ সংবাদ