নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী আর নেই

নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী  © সংগৃহীত

নবযুগ প্রকাশনী ও রিডার্স ওয়েজের অন্যতম কর্ণধার, থিয়েটারের সাধারণ সম্পাদক এবং ছায়ানটের অন্যতম সদস্য অশোক রায় নন্দী (৬২) আর নেই। শনিবার (৪ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তার বড় ভাই অশোক রায় নন্দী।

অশোক রায়ের মৃত্যুর খবরে রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

আরো পড়ুন: ভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিথিলা

অশোক রায় নন্দীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি ছায়ানট ভবন, সেগুনবাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে ঢাকা বাংলাবাজার ৩ লিয়াকত এভিনিউতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। বিকালে পোস্তগোলা মহা শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।


সর্বশেষ সংবাদ