ফারজানা সিঁথির নামে ছড়ানো ভিডিও বিকৃত, দাবি ফ্যাক্টওয়াচের

বিকৃত ভিডিও প্রচার
বিকৃত ভিডিও প্রচার  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অ্যাক্টিভিস্ট ও মডেল ফারজানা সিঁথির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নাচের ভিডিওকে বিকৃত বলে চিহ্নিত করেছে অনুসন্ধানমূলক প্ল্যাটফর্ম ফ্যাক্টওয়াচ।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে দাবি করা হয় ফারজানা সিঁথি নাচছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওতে থাকা নারী ফারজানা সিঁথি নন। ভিডিওটি মূলত ‘তনয়া দেশাই’ নামের এক ভারতীয় অভিনেত্রীর। প্রযুক্তির মাধ্যমে ওই ভিডিওতে ফারজানা সিঁথির মুখ বসিয়ে ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে।

ভিডিওটি যাচাই করতে কিছু কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ফ্যাক্টওয়াচ একটি ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শনাক্ত করে, যার নাম ‘তনয়া দেশাই (Tanya Desai)’। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওটি তারিখ অনুযায়ী ২০২৪ সালের ২২ ডিসেম্বর প্রকাশিত। সেখানে ভিডিওতে থাকা নারীর পোশাক ও অঙ্গভঙ্গি ফারজানা সিঁথির নামে প্রচারিত ভিডিওটির সঙ্গে মিলে গেলেও মুখের গঠনে স্পষ্ট ভিন্নতা দেখা যায়।

ফ্যাক্টওয়াচ আরও জানায়, তনয়া দেশাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে একই পোশাকে আরও কিছু ছবি ও ভিডিও মিলেছে, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটির প্রকৃত উৎস ভারতীয় এই অভিনেত্রীর। প্রযুক্তির সহায়তায় তাঁর ভিডিওতে ফারজানা সিঁথির মুখ বসিয়ে ভিডিওটি বিকৃতভাবে প্রচার করা হয়েছে।

ফারজানা সিঁথির নামে ছড়ানো এই ভিডিওটিকে ফ্যাক্টওয়াচ একটি ‘ডিপফেক’ ভিডিও হিসেবে শনাক্ত করে বলেছে, এটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার এক অভ্যুত্থানে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতন ঘটে। ওই আন্দোলনে নারী অ্যাক্টিভিস্টদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এরপর থেকেই ওইসব নারী এবং তাঁদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে নানা গুজব, বিকৃত ছবি ও ভিডিও ছড়ানোর প্রবণতা দেখা যায়। ফারজানা সিঁথিকে নিয়ে ছড়ানো ভিডিও সেই ধারাবাহিক প্রচারণারই অংশ বলে মনে করছে সংশ্লিষ্টরা।


সর্বশেষ সংবাদ