৪৫ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, থাকবে কয় দিন জানাল আবহাওয়া অফিস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM

দেশের উষ্ণতম মাস এপ্রিল, কিন্তু এবার ততটা উষ্ণ ছিল না এ মাস। চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল, কিন্তু গত বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। আজ শুক্রবার দেশের ৪৫ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, আজ দেশের যত অংশজুড়ে তাপের বিস্তার, তা চলতি বছরে দেখা যায়নি। আজ রাজধানীতেও প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, এপ্রিল মাসে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ছিল। কিন্তু তাপপ্রবাহ এত বিস্তৃত ছিল না। গত বুধবার থেকে দেশের বিস্তৃত এলাকায় তাপপ্রবাহ শুরু হয়। আজ দেশের ৪৫ জেলায় তাপপ্রবাহ চলছে। এটি চলবে আগামীকাল ও পরশু পর্যন্ত। আগামী রোববার থেকে সারা দেশের তাপমাত্রা কমে আসবে।
তিনি আরও বলেন, এখন দেশের অধিকাংশ এলাকায় ৩৬ ডিগ্রির ওপরে তাপমাত্রা। দুই দিন পর ধীরে ধীরে কমে আসবে তাপমাত্রা। এরপর কিছু এলাকায় বৃষ্টি হয়ে তাপমাত্রা সহনীয় হয়ে আসবে।
আরও পড়ুন: যমুনার সামনে থেকে সরে জনসভাস্থলে গেলেন আন্দোলনকারীরা
আজ সকালে আবহাওয়ার সবশেষ বুলেটিনে জানানো হয়েছে, দেশের রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল ও পটুয়াখালীর ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ঢাকা বিভাগের ১৩ জেলা, খুলনা বিভাগের ১০ জেলা ও রাজশাহী বিভাগের ৮ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।
আরও পড়ুন: আ.লীগ নিষিদ্ধকরণে আইনের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
চলতি বছর দেশের তীব্র তাপপ্রবাহের রেকর্ড কম। এপ্রিল মাসের শুরুর দিকে দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ দেখা দেয়। তবে এপ্রিল মাসে মাঝেমধ্যেই বৃষ্টি হয়েছে। তাতে কমেছে তাপ। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, এ বছরের এপ্রিল মাসে গড় তাপমাত্রা গত বছরের (২০২৪) চেয়ে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।