মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না: আইজিপি

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান এ কথা জানান।

পুলিশ প্রধান বলেন, ‘এবার পুলিশ সপ্তাহ অনাড়ম্বরভাবে করছি। যেখানে উৎসব-আনন্দ একদমই থাকছে না। পুলিশ সপ্তাহ আমরা আনুষ্ঠানিক না করে কার্যকর করতে চাচ্ছি। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য, ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। এ ভাবনাটি আমরা দেশবাসীর মনে সঞ্চারিত করতে চাই। তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের।’

তিনি বলেন, ’আনন্দ-উৎসব বাদ দিয়ে অনেক বেশি এবার অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, পেশাগত বিষয়াদি আলোচনা ও বিগত দিনের কর্মকাণ্ড খুঁজে বের করার বিষয়গুলো নিয়ে এই তিন দিন আমরা ব্যস্ত থাকব।’

আইজিপি আরো জানান, ‘সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ আসবেন এবং সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। আগামী দিনে কীভাবে আরও উন্নত পুলিশি সেবা নিশ্চিত করতে পারি। সামনে যে সব চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো থেকে কীভাবে নিজেদের উত্তরণ করব, এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence