আনোয়ারায় হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজন গ্রেফতার
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৬ PM
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পীরখাইন এলাকা থেকে পুলিশের ওপর হামলা মামলার আসামি মো. হাসান (৩৮) কে গ্রেফতার করে পুলিশ। তিনি হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের নওশা মিয়ার ছেলে।
এর আগে গত ২৩ এপ্রিল (বুধবার) রাতে র্যাব-৭ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে সিলেট থেকে গ্রেফতার করা হয় চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নয়ন (৩২) কে। নয়ন আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মো. হাসানের ছেলে। গ্রেফতারের পর নয়নকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “গ্রেফতারকৃত মো. হাসানকে পুলিশের ওপর হামলা মামলায় আটক করা হয়েছে। অন্যদিকে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি নয়নকে র্যাব সিলেট থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের দু’জনকেই আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, গত ১৮ মার্চ পাওনা টাকা দেয়ার কথা বলে বন্ধু রাসেলকে ডেকে নিয়ে হত্যা করে নয়ন। অপরদিকে, ২০ এপ্রিল মধ্যরাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত হন মো. হাসান।