প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরকা পরে গার্লস হোস্টেলে প্রেমিক!

আটক প্রেমিক
আটক প্রেমিক   © সংগৃহীত

প্রেমিকা থাকেন গার্লস হোস্টেলে। প্রেমিকের প্রেমিকার সঙ্গে দেখা করার শখ জাগে। কি করবেন! শেষমেশ বোরকা পড়ে মেয়ে সেজেই ভেতরে যাওয়ার পরিকল্পনা করেন প্রেমিক। তবে প্রেমিকের পরিকল্পনায় সামান্য ভুল ছিল। আর তাতেই বাঁধে বিপত্তি। 

জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী বোরকা পড়লেও জুতার কারণে এলাকার জনগণের নজরে পড়ে যান তিনি। এরপর স্থানীয়দের মারধর, সবশেষে জেলে স্থান হয় সেই প্রেমিকের। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এই ঘটনা ঘটেছে। খবর এই সময়।  

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ভোরে শিয়ালদা থেকে ট্রেনে বহরমপুর পৌঁছান প্রেমিক। এরপর চলে যান প্রেমিকার হোস্টেলে। প্রেমিকার বান্ধবী সেজে ভেতরে ঢোকার চেষ্টা করেন তিনি।

এসময়ই প্রেমিকের পায়ের জুতার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। বোরকা পড়লেও জুতা বদলানোর কথা ভুলে যান সেই প্রেমিক। তার পায়ে জুতা দেখে সহজেই বুঝা যাচ্ছিল তিনি ছেলে। এতেই তিনি স্থানীয়দের নিকটে ধরা খেয়ে যান। এ ঘটনায় মারধরের পর স্থানীয়রা তাকে বহরমপুর থানা পুলিশের নিকটে তুলে দেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!