টেক্সাসের স্কুলে হামলায় নিহত স্ত্রীর ‘শোকে’ মারা গেলেন স্বামী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ মে ২০২২, ০১:২১ PM , আপডেট: ২৭ মে ২০২২, ০১:২১ PM
যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে ঢুকে গত মঙ্গলবার রাইফেল দিয়ে গুলি করে ১৯ শিশু শিক্ষার্থী ও ২ শিক্ষককে হত্যা করেন ১৮ বছর বয়সী সালভাদর রামোস। এ ঘটনার দু’দিন বাদে নিহত শিক্ষিকা ইরমা গার্সিয়ার স্বামীও মারা গেছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্ত্রীর মৃত্যুর শোকে হার্ট অ্যাটাকে জো গার্সিয়ার মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে। নিহত ইরমা গত ২৩ বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করছিলেন। তিনি জো গার্সিয়া প্রায় ২৪ বছর আগে বিয়ে করেন এবং তাদের সংসারে চার সন্তান রয়েছে।
উল্লেখ্য, ১৮ বছরের তরুণ সালভাদর রামোস একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেদিন পুলিশের গুলিতে সে নিজেও নিহত হয়।
সূত্র : বিবিসি।