শিক্ষকের বিরুদ্ধে ৬০ জনেরও বেশি ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

যৌন নিপীড়ন
যৌন নিপীড়ন   © প্রতীকী ছবি

প্রায় ৩০ বছরের শিক্ষকতার পেশায় ৬০ জনেরও বেশি ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এছাড়া স্কুল ও স্থানীয় রাজনীতির প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে তাদেরকে চুপ থাকতে বাধ্য করেছিলেন তিনি। শনিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কেভি শশীকুমারকে গ্রেফতার করেছে পুলিশ। কেভি শশীকুমার স্থানীয় পৌরসভার তিন বারের সিপিএম কাউন্সিলর ও কেরলের মলপ্পুরম এলাকার বাসিন্দা। একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তি তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

প্রতিবেদনে বলা হয়, এ বছরের মার্চে মলপ্পুরমের সেন্ট জেমস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক পদ থেকে অবসর নেন তিনি। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। এরপর থেকেই একের পর এক অভিযোগ আসতে শুরু করে এবং অনেকেই থানায় এফআইআর দায়ের করেন। এ ঘটনায় আত্মগোপনে চলে যান সিপিএম কাউন্সিলর শশীকুমার। 
আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, এদিকে তদন্তে নেমে শশীকুমারের বিরুদ্ধে যৌন নিপীড়নের আরও অভিযোগ পায় পুলিশ। এরপর মধ্যে ৩০ বছরের পুরানো অভিযোগও রয়েছে।

আরও পড়ুন : শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

পুলিশের বরাতে আনন্দবাজার জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি বর্তমান ও প্রাক্তন ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেছেন। একাধিক মামলা রুজু করা হয়েছে। কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। 

এদিকে রাজ্যের জনশিক্ষা দফতরের অধিকর্তা কে বাবু’র বরাতে প্রতিবেদনে বলা হয়, ওই স্কুল কর্তৃপক্ষের নিকটে পরিচালনা ব্যবস্থার ত্রুটিগুলি খতিয়ে দেখে তাড়াতাড়ি রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।  


সর্বশেষ সংবাদ