দৃষ্টান্ত স্থাপন করে ভারতের নতুন সেনাপ্রধান নিয়োগ

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে
লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে  © সংগৃহিত

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত। দেশের প্রথম ইঞ্জিনিয়ার সেনাপ্রধান হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন মনোজ পান্ডে। খবর পিটিআই ও হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, দীর্ঘ ৩৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত জেনারেল পাণ্ডে। ইস্টার্ন কমান্ড, আন্দামান সহ একাধিক কমান্ডে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। 

মনোজ পাণ্ডে ১৯৮২ সালে সেনার ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট বম্বে স্যাপারসে যোগ দিয়েছিলেন। এরপর বিভিন্ন সময়ে দেশের পশ্চিম সীমান্তে, জম্ম-কাশ্মীর সীমান্তে মোতায়েন থেকেছেন তিনি। অপারেশন পরাক্রমের সময় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন থাকা ১১৭ ইঞ্জিনিয়র রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন জেনারেল পাণ্ডে।

সেনার মাউন্টেন ডিভিশনেও ছিলেন দেশের নতুন সেনাপ্রধান। তিনি পশ্চিম লাদাখের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশের পূর্ব সীমান্তে বিভিন্ন বিদ্রোহ নির্মূল অভিযানের নেতৃত্বও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ইংরেজি সাহিত্যের ছাত্র থেকে যেভাবে অর্থনীতির জটিল জগতে মুহিত

সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়াটারে ব্রিগেডিয়র জেনেরাল স্টাফ (অপারেশন) পদে থেকেছেন মনোজ পাণ্ডে। এছাড়াও জেনারেল মনোজ পাণ্ডে সেনা সদর দফতরের মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের পদ, সেনার সাউদার্ন কমান্ড হেডকোয়াটারের প্রধানের মতো পদ সামলেছেন। 

আন্তর্জাতিক স্তরেও শান্তি প্রক্রিয়ার অংশ নিয়েছেন জেনারেল মনোজ পাণ্ডে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর হয়ে ইথিওপিয়া ও এরিট্রেয়া মিশনে কাজ করেছেন তিনি। দুই ক্ষেত্রে মুখ্য ইঞ্জিনিয়র পদে ছিলেন জেনারেল পাণ্ডে। 

২০২০ সালের জুন মাস থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেনার কমান্ডে কমান্ডার-ইন-চিফ পদে ছিলেন জেনারেল পাণ্ডে৷ এরপর ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ পদে ছিলেন ২০২১ সালের জুন মাস থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে বসেন মনোজ পাণ্ডে। 


সর্বশেষ সংবাদ