অর্থনীতিতে পড়েও চাকরি মেলেনি, কলেজের সামনে ছাত্রী দিলেন চায়ের দোকান

নিজের চায়ের দোকানে প্রিয়াঙ্কা গুপ্তা
নিজের চায়ের দোকানে প্রিয়াঙ্কা গুপ্তা  © ইন্টারনেট

অর্থনীতিতে ২০১৯ সালে গ্র্যাজুয়েশন করেন প্রিয়াঙ্কা গুপ্তা। পরিবারের হাল ধরতে এরপর থেকে  খুঁজতে থাকেন চাকরি। কিন্তু দুই বছরেও চাকরি মেলেনি। বাধ্য হয়ে একটি মহিলা কলেজের সামনে চায়ের দোকান দিয়ে বসেছেন তিনি।

ভারতের বিহারে এমন ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। তবে ওই ছাত্রী কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তা প্রতিবেদনে জানানো হয়নি। চায়ের দোকান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা বলেন, এমবিএ চায়ে ওয়ালা ইন্ডিয়া’ বা প্রফুল্ল বিল্লোরের গল্প শুনে অনুপ্রাণিত হওয়া। এরপরই চায়ের দোকান দেওয়ার কথা মাথায় আসে। সেই ভাবনা থেকেই তিনি চায়ের দোকান খুলে বসেন।

আরো পড়ুন: ছেলের স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মায়ের

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন ‘২০১৯ সালে গ্র্যাজুয়েশন শেষ করলেও গত দুবছরে অনেক চেষ্টা করেও চাকরি জোটেনি। আরও অনেকেই সংসারের হাল ধরতে বিভিন্ন ধরনের পেশা বেছে নিয়েছেন। আমি কেন চায়ের দোকান দিতে পারব না?’


সর্বশেষ সংবাদ