ইমরান খান পাকিস্তানের ক্ষমতায় থাকবেন কিনা, জানা যাবে আজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান  © ইন্টারনেট

পাকিস্তানের হয়ে বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান। খেলার মাঠে নেতৃত্বের ঝলক দেখিয়ে অসংখ্যবার জিতিয়েছেন দলকে। তবে রাজনীতির মাঠে এবার হেরে যেতে বসেছেন তিনি। বিরোধীদের অনাস্থা ভোটের প্রস্তাবে আজ রোববার (৩ এপ্রিল) জাতীয় পরিষদে (এনএ) ভোটাভুটি হবে। এতে তিনি ক্ষমতায় থাকবেন কিনা, তা পরিষ্কার হয়ে যাবে।

পাকিস্তানের গণমাধ্যম বলছে, জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে ১৭২ জনের ভোট প্রয়োজন হবে। এর মধ্যে ১৯৯ জন ইমরান খানের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। এ খবর সঠিক হলে ইমরান খান ক্ষমতা হারাবেন।

গত মাসের শুরুতে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী জোট। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। পিটিআইয়ের কয়েকজন সদস্যও হাতও মেলান বিরোধীদের সঙ্গে। গত বুধবার জোটের শরিক মুত্তাহিদা কাওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দেয়। ফলে জাতীয় পরিষদে পিটিআই সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ২০১৮ সালে জোট সরকার গড়ে ক্ষমতায় আসে। তবে অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে বিপাকে আছেন তিনি। এখন বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে। এ নিয়ে ইমরান খান নিজেও বিরক্তি প্রকাশ করেছেন।

আরো পড়ুন: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে গালিগালাজ, কান ধরে উঠবস করতে চাপ

ইমরান খান বলেছেন, পাকিস্তান সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র বিরোধীদের উসকানি দিচ্ছে। অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক এ ধরনের স্পর্শকাতর বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করায় ইমরান খানকে বোকা বলেছেন তার সাবেক স্ত্রী রেহাম।তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন বলেও জানিয়েছেন তিনি।

গত শুক্রবার টেলিভিশন ভাষণে ইমরান বলেন, সেনাবাহিনী তাঁকে তিনটি অপশন দিয়েছে। অনাস্থা ভোটে যাওয়া, পদত্যাগ করা কিংবা নির্দিষ্ট সময়ের আগে নির্বাচন দেওয়া। তবে তাঁর  দাবি সত্য নয় বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।


সর্বশেষ সংবাদ