আমি থাকলে ইউক্রেন সমস্যা এমন হতো না: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

ইউক্রেন সমস্যায় নিয়ে বিভিক্ত দুই পরাশক্তি রাশিয়া ও আমেরিকা। পাল্টাপাল্টি হুমকি ও মহড়া দিচ্ছে দুই দেশ। এরই মধ্যে ইউক্রেনের দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে হিসেবে ঘোষণা দেয় রায়িশার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণাকে ‘কালো অধ্যায়’ বললেও কার্যত কোনো পদক্ষেপ নিতে পারেনি আমেরিকার বর্তমান প্রশাসন।

দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিনের পদক্ষেপ দারুন। তবে রাষ্ট্রের ক্ষমতায় যদি এখন রিপাবলিকান–দলীয় প্রশাসন থাকত, তাহলে এ সংকট হতো না। এর মাধ্যমে ট্রাম্প মূলত তিনি ক্ষমতায় থাকলে এটা ঘটত না বলে বোঝান। এ খবর দিয়েছে এএফপির। মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, গতকাল আমি একটি টেলিভিশন ভাষণ দেখছিলাম। আমি বলব, এটা সত্যিই দারুণ! পুতিন ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন ঘোষণা করলেন। এটা চমৎকার একটা বিষয়! তিনি আরও বলেন, পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট’। যুক্তরাষ্ট্রও মেক্সিকো সীমান্তে পুতিনের এ কৌশলের আশ্রয় নিতে পারত। তবে তিনি এর ব্যাখ্যা দেননি।

পরে পৃথক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যদি এটা ভালোভাবে সামাল দিতে পারতেন, তাহলে ইউক্রেনের এ সংকট এড়ানো যেত। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ভ্লাদিমির পুতিনকে ভালো করেই চিনি। এখন যা করছেন, ট্রাম্প প্রশাসনের সময় পুতিন কখনোই এটা করতেন না।

আরও পড়ুন- ফেসবুক গ্রুপ কীভাবে নতুন লেখক তৈরি করছে

ট্রাম্প আরও বলেন, এখন তো এটা শুরু হয়েছে। জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। পুতিন সব সময় যেটা চান, এখন তিনি শুধু সেটাই পাচ্ছেন না, বরং এর চেয়েও বেশি কিছু পাচ্ছেন। কারণ, তেল ও গ্যাসের দাম বাড়ছে। মস্কো আরও ধনী হচ্ছে। এসময় তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence