করোনা আক্রান্ত ব্রিটিশ রানি এলিজাবেথ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৫ PM , আপডেট: ০৬ মার্চ ২০২২, ০৭:২১ PM
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্যালেস বলেছে, আজ কোভিড পরীক্ষায় রানি পজিটিভ হয়েছেন। হালকা ঠান্ডা-সদৃশ লক্ষণগুলো অনুভব করছেন তিনি। তবে তিনি আগামী সপ্তাহে উইন্ডসরে হালকা দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। রানি এখন করোনার আগামী সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, তিনি (রানি দ্বিতীয় এলিজাবেথ) চিকিৎসা সেবা পেতে থাকবেন। পাশাপাশি সব উপযুক্ত নির্দেশিকা অনুসরণ করবেন।
এর আগে গত সপ্তাহে করোনা পজিটিভ হয়েছিলেন প্রিন্স অব ওয়ালস ও রানির বড় ছেলে। বিবিসি বলছে, তার সংস্পর্শে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৫ বছর বয়সী রানি গত ৭০ বছর ধরে রাজত্ব করছেন।
বিশ্বের সবচেয়ে বয়স্ক এবং দীর্ঘসময় ধরে রাজ সিংহাসনে থাকা ব্রিটিশ রানির শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয় গত বছরের অক্টোবরে অজ্ঞাত অসুস্থতায় হাসপাতালে এক রাত কাটানোর পর। পরে হাসপাতালের চিকিৎসকরা ব্রিটিশ এই রানিকে বিশ্রামের পরামর্শ দেন।