মিয়ানমারে খনিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ৭০
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১২:৩২ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২১, ১২:৩২ PM
মিয়ানমারের উত্তরাঞ্চলের প্রদেশ কাচিনে জেড পাথরের একটি খনিতে ভূমিধসের ঘটনায় ১জন নিহত ও আরও অন্তত ৭০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে দেশটির কাচিন রাজ্যের জেড পাথর সমৃদ্ধ হপাকান্ত এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি।
আরও পড়ুন: ওমিক্রনে আক্রান্ত হয়ে ইসরাইলে প্রথম মৃত্যু
প্রতিবেদনে একজন উদ্ধারকর্মীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জরুরি উদ্ধার কাজ শুরু করা হয়েছে। নিহতদের অধিকাংশই জেড খনি শ্রমিক বলে মনে করা হচ্ছে। এদিকে এই খনিটির কোন সরকারি অনুমোদন না থাকার বিষয়টিও এখন সামনে এসেছে।
আরও পড়ুন: মিয়ানমারকে ছাড়াই আসিয়ান সম্মেলন শুরু
উল্লেখ্য, বিশ্বে মিয়ানমার জেড পাথরের সবচেয়ে বড় যোগানদাতা। কিন্তু এখানকার খনিগুলোতে বছরের পর বছর ধরে অসংখ্য দুর্ঘটনা ঘটছে। এই ঘটনার বেশ কিছু দিন আগে, একই এলাকার একটি জেড পাথরের ব্লকে ভূমিধসে অন্তত ১০ জন অদক্ষ খনি শ্রমিক নিখোঁজ হোন। প্রশাসন হপাকান্তে জেড পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে। কিন্তু স্থানীয়রা প্রায়ই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে খনি থেকে প্রাকৃতিক এই পাথর উত্তোলন করে। এছাড়া গত বছরের জুলাইয়ে কাচিন প্রদেশেই একটি জেড খনিতে ধস নেমে অন্তত ১৬২ জনের মৃত্যু হয়।