পরীক্ষায় ফেল: তিন বছরে ৪ হাজার শিক্ষার্থীর আত্মহত্যা ভারতে

শিক্ষার্থী
শিক্ষার্থী   © ফাইল ফটো

ভারতে গত তিন বছরে সাড়ে ২৪ হাজার শিশু আত্মহত্যা করেছেন। এর মধ্যে পরীক্ষায় ফেল করায় ৪ হাজার ৪৬ জন আত্মহত্যা করেছে।

সম্প্রতি ভারতের শিশু আত্মহত্যার পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) সেই পরিসংখ্যান থেকে এমন তথ্য জানা গেছে।

এনসিআরবির ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের সব রাজ্যে ঘটা আত্মহত্যার ঘটনা বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে। আত্মহত্যাকারী শিশুদের মধ্যে ১৩ হাজার ৩২৫ জনই মেয়ে।

সবচেয়ে বেশি শিশু আত্মহত্যা করেছে মধ্য প্রদেশে। এখানে ৩ হাজার ১১৫ জন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এর পরেই রয়েছে পশ্চিবমবঙ্গের নাম। এই প্রদেশে আত্মহত্যা করেছেন ২ হাজার ৮০২ জন। এর পরে রয়েছে মহারাষ্ট্রের নাম।


সর্বশেষ সংবাদ