হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস  © ফাইল ছবি

অপারেশনের জন্য রোমের হাসপাতালে ভর্তি হয়েছেন খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, জেমেলি ইউনির্ভার্সিটি হাসপাতালে পোপের সার্জারি হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার পরিদর্শকের সামনে ভাষণ দেন ৮৪ বছর বয়সী আর্জেন্টাইন পোপ। সোমবার (৫ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর এই প্রথম হাসপাতালে ভর্তি হলেন ফ্রান্সিস।
ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, পোপের বৃহদান্ত্রে ‘সিম্পটোম্যাটিক ডাইভার্টিকুলার স্টেনোসিস’ চিকিৎসা করানো হবে। এই অসুখে কোলন সঙ্কুচিত হয়ে যেতে পারে।

রোববার সেন্ট পিটার্স স্কয়ারে দেয়া ভাষণে আগামী সেপ্টেম্বরে স্লোভাকিয়া সফরের কথা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তার আগে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের এক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে পোপের।

১৯৩৬ সালে বুয়েন্স আয়ার্সে জন্ম নেওয়া ফ্রান্সিস ২১ বছর বয়সে ডান পাশে ফুসফুস হারান। এছাড়া হিপের সমস্যায় ভুগে থাকেন তিনি। ২০১৪ সালে পাকস্থলীর ব্যাথায় ভুগে বেশ কয়েকটি কর্মসূচি বাতিল করতে বাধ্য হন তিনি।


সর্বশেষ সংবাদ