ভেঙে গেল দিল্লির ২০০ বছরের পুরনো মসজিদের গম্বুজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৯:৩৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২০, ০৯:৩৫ PM
ভারতের রাজধানী দিল্লীতে ২০০ বছরের পুরনো মুবারক বেগম মসজিদের গম্বুজ ভেঙে গেছে। লাল বেলে পাথরের নির্মিত মসজিদটি ১৮২৩ সালে নির্মাণ করা হয়েছিল। পুরনো দিল্লির এতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে এ মসজিদটি অন্যতম।
শহরে ভারি বৃষ্টির ফলে রবিবার ভোর পৌনে সাতটার দিকে তা ভেঙে পড়ে বলে জানিয়েছেন মসজিদের ইমাম। এদিনের বন্যায় দিল্লিতে দুই জনের প্রাণহানি হয়েছে। একই সঙ্গে বেশ কিছু বাড়ি ও গাছ ভেঙে গেছে। অত্যাধিক বৃষ্টির কারণে দিল্লির অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে।
বর্ষার পানি চারিদিকে ভরে যাওয়ার পর দিল্লী নগর নিগমের কাজ নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। নগর নিগম আগেই জানিয়েছিল, পানি নিকাশের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু একদিনের বৃষ্টি দিল্লীর নগর নিগমের দাবিকে মিথ্যে বলে প্রমাণ করে দেয়।
মসজিদের ৪৫ বছরের ইমাম মোহাম্মদ জাহিদ আনাদোলু এজেন্সিকে বলেছেন, ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে প্রচণ্ড শব্দে গম্বুজ ভেঙে পড়ে। ভেঙে পড়ার সময় আমি মসজিদের ভেতরে ঘুমাচ্ছিলাম। মসজিদটিতে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে নামাজ ও শিক্ষাদান উন্মুক্ত প্রাঙ্গণে চলছে।