একদিকে জায়েদ খান অন্যদিকে হিরো আলম— দেখি কাকে কয়জন চেনে?

  © ফাইল ফটো

লাইভ অনুষ্ঠানে হিরো আলম চিনতে পারেননি মিশা সওদাগর। এটি নিয়ে পড়ে জায়েদ খানের বিরুদ্ধে কটাক্ষের অভিযোগ তোলেন হিরো আলম। এক ভিডিও বার্তায় এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, জায়েদ খানকে কয়জন চেনে? একদিকে জায়েদ খানকে রেখে দিন আর একদিকে হিরো আলমকে; দেখি কাকে কয়জন চেনে।

শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে জয় মিশা সওদাগরকে জিজ্ঞেস করেন, আপনাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কি সদস্য হিরো আলম? জবাবে মিশা বলেন, ‘ও হ্যাঁ তিনি তো আমাদের আজীবন সদস্য। কিন্তু জায়েদ খান বলেন, ‘না না, আমার প্রেসিডেন্ট বুঝতে পারেননি। একজন আছে যে মিউজিক ভিডিও করে, উনার কথা বলছেন। মিশা তখন জয়ের প্রশ্নের উত্তর হিসেবে বলতে শুরু করেন না না হিরো আলম নামে আমরা কাউকে চিনি না। আমরা হিরো বলতে চিনি নায়ক রাজ রাজ্জাক, হিরো বল৯তে চিনি আলমগীর সাহেবকে... হিরো আলম নামে কাউকে চিনি না।’

এর পরেই বেজায় ক্ষেপে যান হিরো আলম। লাইভ অনুষ্ঠানের ভিডিওর সাথে নিজের একটি ভিডিও যোগ করে সেখানে বলেন, জায়েদ খান আপনি আমাকে চেনেন না, আমি এর আগে একটা সিনেমা করেছি মার ছক্কা। আমার দ্বিতীয় ছবি সাহসী হিরো আলম। যার প্রযোজনা আমি নিজেই করেছি, নিজেই হিরো।

হিরো আলম ভিডিওতে বলেন, ‘হিরো আলমকে ওরা তুচ্ছ করে মূল্যায়নই দিলো না জায়েদ খান ভাই। কী বলল, ওরা নাকি হিরো আলমকে চেনে না। বলল ওই যে মিউজিক ভিডিও করে হিরো আলম। আমি জায়েদ খান ভাইকে একটা কথা বলতে চাই, আপনি যে তুচ্ছ করে কথাটা বললেন, আপনি জায়েদ খান একদিকে দাঁড়াবেন, আমি হিরো আলম একদিকে দাঁড়াবো, দেখি আপনাকে কয়জন চেনে, আর আমি হিরো আলমকে কয়জন চেনে। আপনি এইভাবে কথা বললেন না? আপনাদের এই রকম অহংকারী কথাবার্তার জন্য আজকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence