নিজের সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন ইলন মাস্ক

  © ফাইল ফটো

নিজের সব সম্পত্তি বিক্রির ঘোষণা দিয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। মাস্ক বলেছেন যে, তিনি তাঁর সমস্ত সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে কোটিপতি হওয়ার কারণে লোকেরা আর তাকে আক্রমণ করতে না পারে।

ইলন মাস্ক এই মাসের শুরুর দিকে টুইটারে ঘোষণা করেছিলেন যে তিনি প্রায় সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রি করছেন এবং কোনো বাড়ির মালিক হবেন না।

জো রোগানের পডকাস্টের নতুন পর্বে এ বিষয়ে কথা বলেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা। জো রিগান মাস্ককে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। মাস্ক বলেন, আমি এই পদক্ষেপটি নিয়ে কিছুটা দুঃখিত। রোগান তাকে পাল্টা প্রশ্ন করলেন, আপনি যদি এই নিয়ে দুঃখিত হন তবে আপনি এটি করছেন কেন?

মাস্ক তখন ব্যাখ্যা করলেন, আমার মনে হয় যে ধরণের সম্পদের ওজন আপনাকে নিচে নামিয়ে দেয় সেটা বহন না করাই উচিত। আপনি জানেন কোটিপতি হওয়ার কারণে অনেকেই আপনার অবস্থানকে টার্গেট করবে। সম্পদ না থাকলে সেই ঝুঁকি নেই।

ইলোন মাস্ক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, যার সম্পদের নিট মূল্য ৩৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।


সর্বশেষ সংবাদ