করোনা থেকে বাঁচতে জুমার নামজের সিজদায় কাঁদুন: আজহারী

  © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৮৮১ জন। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৯ হাজার ৩৭৭ জন মারা গেছে। করোনা মোকাবেলায় আরো কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে সতর্ক করেছে বিশ্বস্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে করোনা ভয়ে বিশ্বের অনেক দেশই জুমার নামাজ বন্ধ করেছে। যদিও তা বাংলাদেশে হয়নি। আজ শুক্রবার দেশের জুমার নামাজ আদায়কারীদের জন্য পরামর্শ দিয়েছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। খতিব, মসজিদ ও মুসল্লীদের জন্য আলাদাভাবে মোট ১০টি পরামর্শ দিয়েছেন তিনি।

‘নিরাপদে থাকুন আপনারা নিরাপদে থাকুক আমার বাংলাদেশ’ শিরোনামে ফেসবুকে আজহারী লিখেছেন,

‘‘এই মূহুর্তে আমরা একটি ক্রুসাল মোমেন্ট পার করছি। যেহেতু বাংলাদেশ একটি জনবহুল দেশ। তাই বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে সেটা সামাল দেয়া আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।

বহির্বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মত যেহেতু রাস্ট্রীয় ভাবে জুমু’আর সালাত বন্ধের ঘোষণা এখনো আসেনি তাই, আগামীকাল জুমু’আর সালাতে অংশগ্রহনের ক্ষেত্রে সতর্কতামূলক নিম্নের পরামর্শ গুলো মেনে চলার চেষ্টা করুন।

সম্মানিত খতীব মহোদয়গণের প্রতি:
১- আলোচনা ও খুতবা সংক্ষিপ্ত করুন।
২- স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাস থেকে বাঁচতে চিকিৎসকদের গাইডলাইন গুলো শেয়ার করুন।
৩- ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আলোকপাত করুন।
৪- তাওবা, ইস্তিগফার ও পাপের জন্য সিজদায় কাঁদতে উদ্বুদ্ধ করুন।

মসজিদ কতৃপক্ষের প্রতি:
১- ডেটল বা সেভলন দিয়ে মসজিদের ফ্লোর মুছে রাখুন।
২- ওজু খানায় সাবান বা হ্যান্ড স্যুপ রাখুন।

মুসল্লিদের প্রতি:
১- নিকটবর্তী মসজিদে জুমার সালাত আদায় করুন।
২- সাথে করে মাস্ক, টিস্যু ও জায়নামাজ নিয়ে যান।
৩- আপাতত মুসাফাহা করা থেকে বিরত থাকুন।
৪- জ্বর, কাশি, সর্দি ইত্যাদিতে আক্রান্ত থাকলে ঘরে জোহরের নামাজ পড়ুন।’’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence