সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাংলাদেশ সরকারের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে। সচিবালয়ের ৬ নম্বর ভবনের সাত তলায় লাগা আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। যেখানে আগুন লেগেছে সেখানে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অফিস ছিল।

রবিবার বেলা সাড়ে তিনটার পর আগুন লাগে বলে জানা গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল ঢাকা টাইমসকে বলেন, সাড়ে তিনটার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সাত তলায় আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে সেটা জানাতে পারেননি তিনি।


সর্বশেষ সংবাদ